চট্টগ্রাম : ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন আগামী ১০- ১৩ অক্টোবর চীনের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের তারিখ নির্ধারন হয়েছে । এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ উদ্বোধন করবেন।

রোববার বিকালে চট্টগ্রাম মুসলিম হলে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলার স্মরণে আয়োজিত আলোচনা সভায়   এই কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এটা আমাদের একটি স্বপ্নের প্রকল্প, প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প নিয়ে যে ধোয়াশা ছিলো তা কেটে গেছে, প্রধানমন্ত্রী যো বলেন তা করেই ছাড়েন, কর্ণফুলীর তলদেশের টানেলের স্বপ্নও পূরন হতে যাচ্ছে।

এসময় ওবায়দুল কাদের বলেন, এখন অনেক হাইব্রীড নেতা- কর্মীরা রাস্তায় গাড়ী চালানোর সময় আইন না মেনে দাপট দেখাচ্ছে, দল ক্ষমতায় না থাকলে তাদেরকে খুঁঁজে পাওয়া যাবেনা। এসময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দলকে শক্তিশালী করার জন্য নেতা- কর্মীদের প্রতি আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামীলীগকে নিমূর্লের চেষ্টা করে রাজনীতিতে কলংকজনক অধ্যায় সৃষ্ঠি করেছে বিএনপি, বিএনপি এই কলংক কখনো মুছে যাবেনা।

“২১ আগষ্টকে বিছিন্ন ঘটনা ভাববেননা, এটা ১৫ আগষ্টের হত্যাতান্ডের ধারাবাহিকতা, সেদিন বিদেশ ছিলেন বলে বঙ্গবন্ধু কন্যা বেচে গিয়েছিলেন, ২১আগষ্ট তাই আবারো চেষ্টা করা হয়েছিলো জননেত্রী শেখ হাসিনাকে শেষ করার জন্য,উল্লেখ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এখন সবাই নেতা, সভাপতি সেক্রেটারীর খবর থাকেনা,  পোষ্টারে নিজদের ছবি বড় করে দিয়ে বঙ্গবন্ধুর ছবি দেয়া হয় ছোট করে, এসব বন্ধ করতে হবে, পোষ্টারে জনপ্রিয়তাও বৃদ্ধি করেনা, ভোটও এনে দেয়না।

দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপত্বে অনুষ্ঠিত এই সভায়  শামসুল হক চৌধুরী এমপি, মুস্তাফিজুর রহমান এমপি বক্কব্য রাখেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031