চট্টগ্রাম : জনাব মোঃ ইকবাল বাহার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাদক মানুষকে সুস্থ রাখতে পারে না।মাদকাসক্ত লোক দেশের উপকারে আসে না।তাই মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট জোনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্য অভিভাবক ও ছাত্র ছাত্রীদের আহ্বান জানিয়েছেন ।
রবিবার সকাল ১০ টায় প্রবর্তক স্কুল এন্ড কলেজে জঙ্গীবাদ, ইভটিজিং, মাদক বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জঙ্গীবাদ,ইভটিজিং,মাদক বিরোধী বিষয়ে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি ছাত্র ছাত্রীদের বয়োজ্যেষ্ঠদের সম্মান করার উপদেশ দিয়ে বলেন যারা বয়োজ্যেষ্ঠদের সম্মান করে তারা কখনো বড়দের সামনে অপরাধ করতে পারে না এবং ধর্মীয় মূল্যবোধ মানুষকে অপরাধ হতে দূরে রাখে। মাদক’কে চিরজীবনের জন্য “না” বলার পরামর্শ প্রদান করেন।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ছাত্রীদের’কে বলেন পরিবারের যে কোন সিদ্ধান্তে অংশগ্রহণ করার পরামর্শ প্রদান করেন। ইভটিজারদের বিরুদ্ধে মনে সাহস নিয়ে প্রতিবাদ এবং সোচ্চার হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
প্রবর্তক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সৃষ্টি ব্রত পাল এর সভাপতিত্বেসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব দেবদাস ভট্টাচার্য্য। উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ ওয়ারীশ, পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ’সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।