প্রায় দেড় কেজি স্বর্ণ এবং ৯ কেজি সিসাসহ মাসুদ রানা নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে । আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দারা তাকে আটক করেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান মাসুদ। আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ এবং ৯ কেজি সিসা জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এ ঘটনায় মাসুদের বিরুদ্ধে ।