ঢাকা : রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। বাংলাদেশে অবস্থানরত জাপানিদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকায় জাপানিদের নিরাপত্তা নিশ্চিত করতে অর্থমন্ত্রীর কাছে আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতা চিরস্মরণীয়।
অর্থমন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক বেশকিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। গুলশানে জঙ্গি হামলায় বেশ কজন জাপানিকে হত্যা করা হয়েছে। এটা ছিল টার্গেট হত্যাকাণ্ড। যাতে জাপানিরা বর্তমান সরকারের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু হয়েছে তার বিপরীত। জাপান বাংলাদেশে তাদের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূত তার দেশের যেসব নাগরিক এখানে কাজ করছেন তাদের নিরাপত্তা জোরদার করার কথা বলেছেন। আমি এ বিষয়ে তাকে আশ্বস্ত করেছি। নিরাপত্তার নিয়ে তারা উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আমরা নিজেরাই চিন্তা করছি সাহায্য সংস্থায় পরিচালিত প্রকল্পগুলোতে কী কী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যায়। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।