সীতাকুণ্ড মডেল থানায় মামলা হয়েছে সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় । মামলায় দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে আসামি করা হয়েছে ৮ জনকে। গত মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪/৩৩৭/৩৩৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তরা হলেন- বিএম কন্টেনার ডিপো লিমিটেডের ডিজিএম নুরুল আক্তার, ম্যানেজার অ্যাডমিন খালেদুর রহমান, সহকারী অ্যাডমিন অফিসার আব্বাস উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আব্দুল আজিজ, কন্টেনার ফ্রেইট স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম, একই বিভাগের নজরুল ইসলাম ও জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) নাজমুল আক্তার খান। মামলায় মালিক পক্ষের কাউকে আসামি করা হয়নি।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম (সীতাকুণ্ড সার্কেল) জানিয়েছেন, ডিপোতে অব্যবস্থাপনা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে মামলায়। সেখানে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে। ডিপো কর্মকর্তাদের আসামি করার কথা জানালেও তদন্তের স্বার্থে তাদের বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, আসামির তালিকায় ডিপোর কর্মকর্তারা থাকলেও প্রাথমিকভাবে মালিক পক্ষের কাউকে রাখা হয়নি।তদন্তে যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় মালিকদেরও আসামি করা হবে। এ ঘটনায় তদন্ত চলছে।