জুতার কারখানায় আগুন লেগেছে চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আজ বুধবার ভোর পৌনে ৬টার দিকে নগরীর ডবলমুরিং থানার মালুম মসজিদ এলাকার ওই কারখানায় আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কফিল উদ্দিন জানান, ভোরে ওই জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে, গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে।দগ্ধ হয়েছেন চার শতাধিক। ভয়াবহ এ আগুন ৭২ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৩ জনের মৃত্যু হয়েছে।