বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মাসুদ রানা (৩৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে।
আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মাসুদ রানা জামালপুর সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।
চমেক হাসপাতালে দায়িত্বে থাকা জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত পৌনে ১১টায় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। পরে ৭২ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার শতাধিক।
জানা গেছে, ওই ডিপোতে থাকা প্রায় সাড়ে চার হাজার কনটেইনারের মধ্যে ২৭টি বিপজ্জনক বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। যেগুলোতে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো রাসায়নিক পদার্থ রয়েছে। এর মধ্যে আটটি কনটেইনার পুড়ে গেছে। পুড়ে যায়নি অথচ অরক্ষিতভাবে ছিল এমন সাতটি কনটেইনার ইতোমধ্যে আলাদা করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু আরও ১২টি রাসায়নিক কনটেইনার অচিহ্নিত অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা ফলে এখনো ঝুঁকি নিয়ে কাজ করছেন ।