‘বিএনপি এতদিন শান্তিপূর্ণ কর্মসূচি করেছে আমাদের কোনো আপত্তি ছিল না যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন। কিন্তু শেখ হাসিনাকে হত্যার হুমকি দিবেন, আর আমরা কি বসে থাকব? শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন আমাদের সামনে, শেখ ফজলুল হক মণির যুবলীগ এখনো বেঁচে আছে। আমরা রাজপথ থেকে জন্মেছি, রাজপথেই আছি, রাজপথেই মরতে জানি। সুতরাং, আন্দোলনের নামে আগুন-সন্ত্রাস করলে জবাব রাজপথেই দেওয়া হবে জানিয়ে দিলাম।’
শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘আমরা সব সময় প্রস্তুত আছি আপনাদের মত অপশক্তিকে সায়েস্তা করার জন্য। বাংলাদেশে আর কোন ৭৫-এর পুনরাবৃত্তিতো দুরের কথা ঐ চিন্তা মাথায় আনলে মাথা ভেঙ্গে দেয়া হবে। আমরা হুশিয়ার করে দিচ্ছি।’
গতকাল রোবিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন শেখ ফজলে শামস্ পরশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনাদের উচিত ছিল জিয়াউর রহমানের খুনের বিচার চাওয়া, তা না চেয়ে আপনারা বঙ্গবন্ধু ও তার পরিবারের নারী ও শিশু হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি চাচ্ছেন। এ কেমন মানসিকতা? এ কেমন চরিত্র আপনাদের? খালেদা জিয়া বা তারেক জিয়া কোনো দিন জিয়াউর রহমানের হত্যার বিচার চায় নাই।’
শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘জিয়াউর রহমানের লাশ এবং সমাধি নিয়েও যথেষ্ট বিতর্ক আছে। এই সকল সন্দেহ একদিন পরিষ্কার হবে। তখন এদেশের মানুষ বুঝবে যে বিএনপি কিভাবে এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তখন তাদের গাঁট-বস্তা নিয়ে পালানো ছাড়া উপায় থাকবে না।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা জানি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। বিএনপি-জামাত ক্ষমতায় এসে অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করেছে। শাহ এস এম কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারসহ অসংখ্যা নেতা-কর্মীকে হত্যা করেছিল বিএনপি-জামাত। তারা উত্তরবঙ্গে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল বাংলা ভাইয়ের নামে।’
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, যুবলীগের নেতা-কর্মীরা আজ রাস্তায় নেমেছে। বিক্ষোভ সমাবেশ করছে, তারা রাজপথে গর্জে ওঠেছে। কাদের বিরুদ্ধে? যারা ষড়যন্ত্রকারী, হঠকারী, জনগণের টাকা আত্মসাৎকারী, স্বাধীনতা বিরোধী শক্তি, জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু, রাজনৈতিক অপশক্তি, ২১ আগস্ট ঘাতকদের বিরুদ্ধে।’
নাছিম বলেন, ‘যুবলীগের মুজিব আদর্শের সমাবেশ থেকে বলতে চাই আমরা আর বিক্ষোভ মিছিল সমাবেশ করে ক্ষান্ত থাকবো না, এখন থেকে আগামী দিনে বিএনপি-জামাতকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করব।’
যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এই ঢাকার যুবলীগ ১/১১ সময় রাজপথে থেকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে মুক্ত করেছিল। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। ’