শুধু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হিসেবে নয়, সারা জীবনে তিনি কোন অপরাধ করেননি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন। গতকাল সোমবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে দুদকের মামলায় তিনিসহ ৬ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানিকালে তিনি এই দাবি করেন।
আদালত অভিযোগ গঠনের জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন ।
শুনানিকালে আবুল কালাম আজাদ আরও বলেন, বাংলাদেশের স্বেচ্ছায় রক্তদানের প্রথম সংগঠন ও চক্ষুব্যাংক সংগঠনের প্রতিষ্ঠাতাদের আমি একজন। সেই থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমার নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের কাজ ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। জীবনে কারও কাছে এক টাকাও নেইনি। কঠিন সতর্কতা অবলম্বনের পরেও আজ আমি আসামি হিসেবে গণ্য হয়েছি।
তিনি বলেন, আমার একটা কিডনি নেই। ডায়াবেটিসের রোগী। ডক্টর বলেছেন, অন্যদের দুইটা কিডনি থাকে। আমার একটি কিডনি। যার মাধ্যমে আমি বেচেঁ আছি। কোভিডের সময় সেই একটি কিডনিরও যত্ন নিতে পারিনি। এই মামলা কারণে আমি সারক্ষণ মানসিকভাবে খারাপ থাকি। সব কিছু থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। অথচ দেশকে আমি অনেক কিছু দিতে পারতাম।
মামলার অপর ৫ আসামি হলেন- রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলীএবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান ।