প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় । রোববার প্রধানমন্ত্রী এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের জন্য নির্দেশনা দেন।
এ দিকে সীতাকুণ্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এ ঘটনায় অনেক মানুষ আহত ও নিহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের অনেকে জীবন দান করেছেন। শনিবার মধ্যরাত থেকে প্রধানমন্ত্রী এ বিষয়য় খোঁজ খবর রাখছেন। এবং দগ্ধদের সুচিকিৎসার জন্য ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
প্রধানমন্ত্রী বিশেষ দায়িত্ব দিয়েছেন রোববার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ভর্তি রোগীদের দেখতে এসে এ কথা জানান তিনি। তিনি আরও বলেন, বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর সেখানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ।