‘বুস্টার হচ্ছে মানুষের কোভিডের সুরক্ষাস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন । এ পর্যন্ত দেশের প্রায় দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এ সপ্তাহে আরও এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য রয়েছে।’
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে হাসপাতালে বুস্টার সপ্তাহ উদ্বোধন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার থেকে শুরু হওয়া বুস্টার সপ্তাহ চলবে আগামী ১২ জুন পর্যন্ত।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টার সপ্তাহে ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রের মাধ্যমে ৮৫ হাজার স্বেচ্ছাসেবক বুস্টার ডোজ দিতে কাজ করছেন। দেশের প্রধানমন্ত্রীর সুচিন্তার কারণে দেশের মানুষ ভালো আছেন। আমাদের দেশের অর্থনীতি ভালো আছে। যারা বুস্টার ডোজ নেবে তাদের সুরক্ষা আরও ভালো থাকবে।’
জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ কোভিড টিকাদানে বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। জনগণকে আরও ভালো রাখতে চাই।’
বুস্টার সপ্তাহ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দীন, কর্নেল মালেক মেডিকেল কলেজের মহাপরিচালক আশ্বাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান প্রমুখ।