‘আমাদের যারা গ্র্যাজুয়েট তারা যখন প্রার্থী হয়ে চাকরির জন্য ভাইভা দিতে যায় তখন চাকরিদাতার প্রত্যাশা ও চাকরি গ্রহীতার মধ্যে বিস্তর ফারাক থেকে যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন। দেখা যায়, আমার দেশের বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ডিগ্রিধারীরা চাকরি পায় না। কিন্ত পাশের দেশের কম ডিগ্রিধারীরা চাকরি পেয়ে যায়। চাকরিদাতা কখনো কাউকে চাকরি দিয়ে শেখাবেন না, তিনি তৈরি মানুষ চান। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষায় পরিবর্তন আনতে হবে। শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের চাকরির জন্য প্রস্তুত করে তুলতে হবে। যেন চাকরিদাতা ও প্রার্থীর মধ্যে মেলবন্ধন তৈরি হয়।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিশ^বিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও ইউজিসি সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. এম. সাইদুর রহমান খান। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান খান। অনুষ্ঠানের শেষের দিকে আগত অতিথি ও গ্র্যাজুয়েটদের বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গণি তালুকদার ধন্যবাদ জ্ঞাপন করে ।