গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে কিস্তির টাকা তুলে ফেরার পথে । নিহত আকলিমা খাতুন সিরাজগঞ্জের শাহাজাদপুরের ভায়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, আকলিমা নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ‘সেবা’ নামে একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী ছিলেন। গতকাল বুধবার কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা তুলে ঘোড়াশাল অফিসে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে রেলপথ পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রেললাইনের পাশে পড়ে যান। তখন স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুবনা খানম জানান, আকলিমার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।