সরকার শিক্ষার মান উন্নয়নে গরীব মেধাবী কোটা ব্যবস্থা, উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন। সরকারের এই উদ্যোগকে শতভাগ সফল করতে হলে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নতকরণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য সবার সমন্বিত প্রচেষ্টায় পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। গতকাল বুধবার নগরীর শেরশাহ কলোনিস্থ ডা. মজহারুল হক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একেএম ইমদাদুল আনোয়ারের বিদায় উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে বিদ্যালয় অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. মজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিউটন দত্ত, সহকারী শিক্ষক মনোতোষ মজুমদার, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সালাউদ্দিন, অভিভাবক সদস্য মো. ফজল আমিন, বশির আহমেদ, শাকিল আহমেদ, তিতুমীর রহমান, সাবেক সদস্য মাসুদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক একেএম ইমদাদুল আনোয়ারকে শিক্ষক–শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি।