ট্রাক, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন রাজবাড়ীর কালুখালি উপজেলায়। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাংশা উপজেলার পুইজোর গ্রামের বশির মিয়ার ছেলে অটোরিকশাচালক নাসির মিয়া (৩৫), ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (২৯), কালুখালী উপজেলার কাউয়াখোলা গ্রামের মুকুলের ইসহাক (৭), পুইজোর গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী মসিরণ (৬০), কাওরাখোলা গ্রামের মুকুলের স্ত্রী মর্জিনা (৪০) ও বাস্তখোলা গ্রামের হেলালের স্ত্রী মরিয়ম (৪৫)।
আক্কাস আলী নামের এক ব্যক্তি বলেন, সবাই আমার বোন, ভাগ্নি ও ভাগ্নি বউ। তারা অস্ত্র মামলায় কারাগারে থাকা ভাগ্নে ইসলামকে দেখতে যাচ্ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, বুধবার সকালে কালুখালি উপজেলার চাদপুর রেলগেট এলাকায় ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন এবং পরে আরও তিনজনসহ মোট ছয়জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের বর্তমানে রাজবাড়ী ও কালুখালি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার জানান দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন বলে।