চট্টগ্রাম: নগরীর আকবার শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ফেনসিডিলবাহী কাভার্ড ভ্যানটিও আটক করা হয়।
শনিবার সকালে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানে করে কুমিল্লা থেকে ফেনসিডিলগুলো চট্টগ্রামে আনা হচ্ছিল। কাভার্ড ভ্যানটি আকবর শাহ থানা এলাকায় পৌঁছালে র্যাব গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। এতে কাভার্ড ভ্যানের ভেতর থেকে ৮৯৫ বোতলফেনসিডিল উদ্ধার করা হয়। পরে কাভার্ড ভ্যানে থাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকতৃ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা হয়েছে।