একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন বরিশালের উজিরপুরে যমুনা লাইন পরিবহনের । এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার ও বামরাইলের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- ঝালকাঠি জেলা সদরের নেওড়ী এলাকার মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন হাওলাদার (৯), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি এলাকার কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫) এবং রাকিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (২০), বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছেলে হালিম মিয়া (৩১), ফরিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার বাসিন্দা সেন্টু মোল্লা (৫০) এবং বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৫)।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। আজ ভোররাত সাড়ে ৫টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার ও বামরাইলের মধ্যবর্তী স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের টেনে বের করতে পারলেও অধিকাংশই গাড়ির মধ্যে আটকা পড়ে যায়।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ, গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল সকাল সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ৯ জনের মৃতদেহ উদ্ধার করে। এ সময় আহতদের উদ্ধার করে উজিরপুর ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
ওসি বলেন, নিহতদের মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে আহত অবস্থায় একজনের মৃত্যু হয়। আর বাকিদের উজিরপুর হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকীব হোসেন ও ডা. শারমিন জাহান স্বর্ণা জানান, সকাল থেকে সড়ক দুর্ঘটনায় ৯ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কজনক।