চট্টগ্রাম উত্তর জেলার ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের। রোববার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারীর পার্বতী স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বর্তমানে সম্মেলনের প্রথম অধিবেশন চলছে।
এর আগে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে সম্মেলনে যোগ দিয়েছেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ বক্তা হিসেবে আছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
এদিকে প্রায় ১৯ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পুরো হাটহাজারী পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
অন্যদিকে সম্মেলন স্থলের নিরাপত্তার্থে বিপুলসংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। এ
ছাড়াও বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যুবলীগের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে দেওয়া হয়েছে ২০০ জন কার্ডধারী স্বেচ্চাসেবক