মাসব্যাপী ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) বৈশ্বিক মহামারি করোনার কারণে দুই বছর পর নগরের পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে । ৩১ মে বিকেল সাড়ে ৩টায় মেলা উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

রোববার (২৯ মে) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য এমএ লতিফ, মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও সিআইটিএফের উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন, চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ, ইফতেখার ফয়সাল, নাসির আলম ফাহিম প্রমুখ।

চেম্বার সভাপতি বলেন, বাতিঘরের সহায়তায় মেলায় বঙ্গবন্ধু প্যাভেলিয়ন থাকবে। ৪ লাখ বর্গফুটজুড়ে মেলায় ১৭টি প্রিমিয়ার প্যাভেলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ৯৯টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১৪টি ফুড স্টল, ২টি আলাদা জোন নিয়ে ৩১০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে ভারত, থাইল্যান্ড, ইরান বিভিন্ন পণ্য প্রদর্শন করবে। ওপেন প্লাজা থাকবে ১২ হাজার ৩২০ বর্গফুট। শিশু বিনোদন কেন্দ্র থাকবে ৩ হাজার বর্গফুটের। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। প্লে থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। জনপ্রতি টিকিট ১৫ টাকা।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031