চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা স্টেশন ইয়ার্ডে । মালবাহী ট্রেনের এ দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের একটি লাইন বন্ধ হয়ে যায়। ডাবল লাইনের অপর লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানায় রেলওয়ে পূর্বাঞ্চালের পাহাড়তলী কন্ট্রোল অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা। গতকাল রাত ১০টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে পূর্বাঞ্চালের পরিবহন বিভাগ জানিয়েছে।
এ ব্যাপারে রেলওয়ে চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, চট্টগ্রামে সিজিপিওয়াই (গুডস পোর্ট ইয়ার্ড) থেকে মালবাহী একটি ট্রেন ঢাকাস্থ আইসিডিতে যাওয়ার পথে কুমিল্লায় দুর্ঘটনা ঘটে। এতে একটি লাইন বন্ধ থাকলেও অপর লাইন দিয়ে ধীরগতির ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চট্টগ্রাম থেকে সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে।
জানা গেছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।