ঢাকা : জার্মানি শনিবার রাতে ব্রাজিলের বিপক্ষে পুরুষ ফুটবলের সোনার লড়াইয়ে নামছে। তার আগেই ফুটবলের একটি সোনা জিতে নিয়েছে জার্মানরা। শুক্রবার রাতে নারী ফুটবলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে জার্মানির মেয়েরা।
খেলা প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ। কেউ কারো জালে বল জড়াতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে জার্মানদের ভাগ্যকে ভালোই বলতে হবে। কারণ, আত্মঘাতি গোলেই সোনার পদক উঠেছে তাদের গলায়।
৪৮ মিনিটে জেনিফার মারুজেনের গোলে এগিয়ে যায় জার্মান নারীরা। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান লিন্ডা সেমব্রান্ট। ৬৭ মিনিটে স্টিনা ব্লাকেস্টেনিয়াস গোল করে সুইডেনের পক্ষে ব্যবধান কমালেও পরাজয় এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত সোনালি হাসি শোভা পেলো জার্মানদের মুখেই।
এর আগে তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে কানাডার কাছে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিক ব্রাজিলের নারী ফুটবলাররা। এরই মধ্য দিয়ে নারী ফুটবলে পদক জয়ের স্বপ্ন শেষ হলো ব্রাজিলের।