চট্টগ্রামের এই ‘সুখবরের’ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা প্রায় দ্বিগুণে উন্নীতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামের স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শুরু থেকে নানাভাবে সহায়তা করছেন বলেও উল্লেখ করেন তিনি। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ অঞ্চলের অতি প্রয়োজনীয় এই হাসপাতালের শয্যা সংকটের বিষয়টি সুরাহার উদ্যোগ নেন। তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগের মাধ্যমে শয্যা সংখ্যা বাড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেন। গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর এই হাসপাতালের বর্ধিত শয্যার কার্যক্রম অচিরে শুরু হবে বলেও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বেড সংখ্যা বাড়ানোর প্রেক্ষিতে ঠিক কত টাকার খরচ বাড়বে তা স্বাস্থ্য সেবা বিভাগ নিরূপন করবে। তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকেই সর্বদা চট্টগ্রামের গণখাতে স্বাস্থ্য সেবার অবস্থা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। বেড সংখ্যা ২ হাজার ২শ’তে উন্নীত করায় নতুন অবকাঠামো তৈরি হবে, সাধারণ বেড থেকে জরুরি সেবা পর্যন্ত সর্বক্ষেত্রেই আনুপাতিক হারে সুযোগ সুবিধা বাড়বে। চলতি বছরের মধ্যেই নতুন অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা যাবে বলে উল্লেখ করে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে নতুন জনবল কাঠামো পাওয়া যাবে। এতে করে বর্তমানের তুলনায় অনেক বেশি চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী পাওয়া যাবে। যাতে চট্টগ্রামের মানুষের চিকিৎসাসেবার সুবিধা অতীতের যে কোন সময়ের তুলনায় বৃদ্ধি পাবে। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে অবৈতনিক সেবা কর্মীদের জ্বালাতন, দালালের দৌরাত্মসহ যেসব বিষয়গুলো সবাইকে কষ্ট দিচ্ছে এগুলো স্থায়ীভাবে বন্ধ হবে। এর পাশাপাশি ক্যান্সার ইউনিট, বার্ন ইউনিটের কাজও এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, চমেক হাসপাতালে ইতোমধ্যে চালু করা ওসেক (ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার) সারা দেশে মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। চট্টগ্রামের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরো বেশি কাজ করা হবে বলেও উল্লেখ করেন এই হাসপাতাল সত্যিকার অর্থেই একটি পরিপূর্ণ সেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করে তিনি সামনের দিনগুলোতে ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031