দুজন নিহত হয়েছেন বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে । আহত হয়েছেন সাতজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা।
নিহত একজনের নাম জানা গেছে। হামিদুল ইসলাম নামের ওই ব্যক্তি একটি অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ৯ জনের একটি দল মাইক্রোবাস নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় গাড়িটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের মধ্যে চারজনকে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।