ইমরান খান রুবেল (৩০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভাতিজিদের হাসপাতালে নিতে গিয়ে । আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
রুবেল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের প্রয়াত আতাউর রহমান খানের ছেলে।
জানা যায়, আজ ভোরে চিকিৎসার জন্য একটি হাইস গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে প্রয়াত বড় ভাই শামসুদ্দোহা খান রাসেলের স্ত্রী-সন্তান ও ছোট ভাই পাবেল খানকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন রুবেল। গাড়িটি বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় স্থানীয় একটি বাসের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান রুবেল।
স্থানীয়দের সহায়তায় আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক সঞ্জয়পাল জানান, দুর্ঘটনায় আহত ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চলকসহ ৩ জনের অবস্থা আশঙ্কজনক। তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে রুবেল খানের বাড়িতে চলছে শোকের মাতম। ‘আল্লাহ অল্প বয়সেই বড় ছেলেকে নিয়ে গেছেন, আজ ছোট ছেলেটাকেও নিয়ে গেলেন পুত্রশোকে বিলাপ করে তার মা বলেছেন।’