বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জনগণ ঠাস করে ক্ষমতা থেকে ফেলে দেবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন,‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ‘টুস’ করে পানিতে ফেলে মারতে চায়, সেদিন বেশি দূরে নয় -জনগণ তারে ‘ঠাস’ করে ক্ষমতা থেকে ফেলে দেবে।’’

আজ বৃহস্পতিবার নেত্রকোনা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী নেত্রকোনা পৌর শহরের ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, জনতার বিক্ষোভ ঠেকাতে তারা সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে। সারা দেশে সংঘাত – নৈরাজ্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। দুর্নীতি লুটপাট করে সরকারকে ডুবিয়ে দিচ্ছে। ডুবন্ত দেশকে রক্ষা করতে তীব্র গণআন্দোলনের মাধ্যমে ব্যর্থ সরকারকে সরাতে হবে।

এ সময় আন্দোলনকে বিজয়ী করতে যেকোনো ত্যাগ স্বীকারে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা.আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় আও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আরিফা জেসমিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, মজিবর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান খান পাঠান, মনিরুজ্জামান, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন খান মিল্কি প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031