চট্টগ্রাম : গণসংবর্ধনা  প্রদান করা হয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মেজবাহ উদ্দিন আহমদকে ।  ২০ আগষ্ট শনিবার দুপুর ১২টায় উপজেলা পাববিল হলে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিজনূর রহমান। সহকারী শিক্ষিকা লায়লা বিলকিছের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আবছার, ওসি মো. শাহজাহান পিপিএম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের প্রভাবশালী সদস্য আনোয়ার কামাল, উপজেলা আ.লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, আ.লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু ও কলাউজান ইউপি চেযারম্যান এম.এ. ওয়াহেদ প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা, স্থানীয় আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ উপজেলার ৯ ইউপির চেয়ারম্যান-মেম্বারগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফিজনূর রহমান জেলা প্রশাসকের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান পূর্বে প্রধান অথিথি উপজেলা চত্বরে নব নির্মিত বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মিজবাহ উদ্দিন আহমদ বলেন, ধর্ম নিয়ে যারা অধর্মের কাজ করে তারা কখনো মুসলমান হতে পারে না। তারাই মৌলবাদী। লোহাগাড়া-সাতকানিয়া থেকে মৌলবাদীদের অপতৎপরতা বন্ধ হওয়ায় জনমনে এখন স্বাভাবিকতা বিরাজ করছে। মৌলবাদীদের মদদে কোন জঙ্গী তৎপরতা এলাকায় চলতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে তিনি আহবান জানান।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031