ঢাকা : আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন অডিটিারিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর নিরাপত্তায় দায়িত্ব পালনে অবহেলাকারীদের ইতিহাস কখনোই ক্ষমা করবে না।  ওবায়দুল কাদের বলেন,‘যে বুলেট বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই বুলেট আজও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়া করছে। তাঁকে ২১ বার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু তিনি সৃষ্টিকর্তার অশেষ রহমতে বারবার বেঁচে গেছেন।’ ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ২০০৪ সালের ২১ আগস্ট’ একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা- এ কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এসব ষড়যন্ত্র মোকাবেলায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অগ্নি-সন্ত্রাস ও গুপ্তহত্যা চালিয়ে ব্যর্থ হয়ে এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসে মদদ দিচ্ছে। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন । ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির জন্য হাওয়া ভবনের মতো কোন ভবন তিনি তৈরি করেননি।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031