জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ১১৬ জন আলেমের বিরুদ্ধে যারা দুদকে অভিযোগ করেছে, সেই গণকমিশনের আয়-ব্যয়ের অনুসন্ধান করার দাবি জানিয়েছেন ।
আজ বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির সম্পাদকমণ্ডলীর এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি মহাসচিব মো মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।
তিনি বলেন, গণকমিশনের কোনো আইনি ভিত্তি নেই। কে বা কারা এবং কেন এই গণকমিশন সৃষ্টি করেছে তা খতিয়ে দেখা দরকার। গণকমিশনের সঙ্গে জড়িতদের আয়-ব্যয় ও লেনদেন অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানাই।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টি কারো জোটে নেই, কারো জোটে যেতে জাতীয় পার্টি অঙ্গীকারও করেনি। আগামী নির্বাচনে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি মানুষের অধিকারের স্বার্থে কখনোই আপোষ করবে না। তাই ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম,ফখরুল ইমাম এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু,ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর মঞ্জুর হোসেন মঞ্জু,সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. শাহজাহান মনসুর, আনোয়ার হোসেন তোতা, মাহফিজুর রহমান বাবুলসহ আরও অনেকে।