বিজিবি) দু’টি পৃথক অভিযানে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে টেকনাফে । গতকাল সোমবার ভোররাতে টেকনাফের দমদমিয়া ও শাহপরীর দ্বীপে অভিযান দুটি পরিচালনা করেন বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন সদস্যরা। উদ্ধার করা মাদকের মূল্য ১০ কোটি ৬১ লক্ষ ২৭ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে গতকাল সোমবার পৌনে ৪টার সময় রাতে টেকনাফ দমদমিয়া কামালের জোড়া নামক এলাকার কেওড়া বাগানের টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে মানুষের পায়ের আওয়াজ বুঝতে পেরে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে। এসময় দু”জন ব্যক্তি কেওড়া বাগানে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কেওড়া বাগানের সম্ভাব্য স্থানে তল্লাশি করে গাছের ঝোপে লুকানো অবস্থায় কালো পলিথিনে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার মূল্য পাঁচ কোটি আটাশ লক্ষ টাকা।
অপরদিকে সোমবার ভোররাতে টেকনাফ শাহপরীরদ্বীপ নাফ নদীর কিনারা দিয়ে মাদকদ্রব্যের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদে শাহপরীরদ্বীপ বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বেড়ি বাঁধে অবস্থান গ্রহণ করে।
একপর্যায়ে ২/৩ জন ব্যক্তিকে কয়েকটি বস্তা মাথায় করে নাফ নদী হতে বেড়ি বাঁধের উপরে উঠতে দেখে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করে তাদের দিকে অগ্রসর হতে দেখে চোরাকারবারীরা বহনকৃত বস্তাগুলো ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল বস্তা থেকে পাঁচ কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করে।