সানজিদা নাছরিন লিমা (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ফটিকছড়িতে । তাকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পিতা শফিউল আলম বাবুল।
গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর গ্রামে বসতঘর থেকে সানজিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সানজিদা নাছরিন লিমা ওই এলাকার হোসেন সারাং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী। তার একটি ৬ বছরের কন্যা সন্তান রয়েছে এবং তার বাপের বাড়ি হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে শয়নকক্ষ থেকে সানজিদা নাছরিন লিমা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলমান রয়েছে। থানায় অপমৃত্যু মামলা লিপিবদ্ধ হয়েছে। নিহত লিমার পিতা শফিউল আলম বাবুল দাবি করেন, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হত্যা করেছে।
তারা এর আগেও আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করেছে এবং বারবার যৌতুক এনেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। অভিযোগ অস্বীকার করে লিমার স্বামী মো. হাবিব বলেন, আমি শহরে মাজার জিয়ারত এবং বেড়াতে গিয়েছিলাম। ওখান থেকে এসেছি রাত ৮টার দিকে। এরপর খেয়ে সবার সাথে কথা বলে ক্লান্ত থাকায় আমি অন্য রুমে ঘুমিয়ে যায়। সকালে আমার মেয়ে উঠে ডেকে নিয়ে যায় আমাকে, ওখানে দেখি আমার স্ত্রী ঝুলে রয়েছে।