নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায়। চালক পালিয়ে গেলে এলাকাবাসী গাড়ির ভেতরে কেউ আছে কিনা তাকে উদ্ধারে এগিয়ে এসে দেখতে পায় প্রাইভেটকারের ভেতর একটি গরু। গতকাল শুক্রবার ভোরে মহাসড়কের বড়তাকিয়া বাইপাসের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি ও গরুটি উদ্ধার করে নিয়ে যায় কুমিরা হাইওয়ে পুলিশ। এলাকাবাসীর ধারণা, চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাওয়া হচ্ছিল গরুটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও চোর চক্র পালিয়ে যায়।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব আলম বলেন, একটি সাদা রঙের প্রাইভেটকার বড়তাকিয়া বাইপাসে রাস্তায় উল্টে যায়। প্রাইভেটকারের ভেতরে একটি গরু পাওয়া যায়। গাড়ি ও গরু পুলিশ হেফাজতে আছে। গাড়ির নম্বর দেখে গাড়ির মালিক এবং গরুর মালিকের খবর নেওয়া হচ্ছে।