চট্টগ্রাম : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদীতে আনুমানিক ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এখন পর্যন্ত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এখনো।
বুধবার বিকেল চারটায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার নামক স্থানে ছোট ফেনী নদীতে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। কেউ কেউ সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অনেককে ডুবে যেতে দেখা গেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য নেই। এক শিশুর লাশ উদ্ধার করা গেছে। উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়েছে।