৪ হাজার ৬শ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেরেছে। গতকাল বুধবার দুপুরে পরিচালিত দক্ষিণ পুঁইছড়ির প্রেম বাজারের দক্ষিণ পাশে ফুটখালী ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার ও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দক্ষিণ পুঁইছড়ির ফুটখালী ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬শ পিস ইয়াবাসহ হ্নীলা ইউপির উলুছামারীপাড়া এলাকার আনোয়ার মিয়ার পুত্র আব্দুল আমীন (২৫), বাহারছড়া ইউপির নোয়াখালী পাড়া, শুক্কুরের বাড়ি এলাকার মৃত গুরা মিয়ার পুত্র মো. আব্দুল্যাহ (২৬), মোহাম্মদ হোসেনের পুত্র মো. রাশেদ (২৪), উখিয়ার বালুখালি ক্যাম্প–১০, ব্লক–এফ–১৮ এলাকার মো. ইসমাইলের পুত্র মোহাম্মদ হোসেন (২৯), কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী এলাকার নুরুল ইসলামের কন্যা ও মৃত আব্দুর রশিদের স্ত্রী আনোয়ারা বেগমকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন বলেন, উদ্ধার সংক্রান্ত মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রমসহ ধৃত আসামিদের আদালতে সোপর্দ করা হবে।