লায়ন্স ক্লাব অব চিটাগং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে । ৬৪তম চার্টার নাইট অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেকের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন ক্লাবের সভাপতি লায়ন আবদুর রব শাহীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, লায়ন্স ফিজিওথেরাপি ক্লিনিকের চেয়ারম্যান লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন শেখ শামসুদ্দীন আহমদ সিদ্দিকী, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন নুরুল আলম, জিএসটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন গোপালকৃষ্ণ লালা, এলসিআইএফ কো–অর্ডিনেটর লায়ন মোসলেহউদ্দিন খান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন রাজিব সিনহা ও লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন এম সোহেল খান। প্রেস বিজ্ঞপ্তি।