ঢাকা :  সংসদীয় কমিটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের  সুপারিশ করেছে।

আজ বুধবার জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে আশঙ্কা প্রকাশ করে এ ব্যাপারে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়।

বৈঠকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসবাদ রোধকল্পে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৬(১০) বাস্তবায়ন, শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির পূর্ণাঙ্গ তথ্য যাচাই, মনিটরিং সেল গঠন, জঙ্গিবাদ নির্মূল সভা, মানববন্ধন, র‌্যালি, অনুপস্থিত শিক্ষার্থীদের শনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে এসেনসিয়াল ড্রাগস লিমিটেডের (ইডিসিএল) চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয় এবং অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া, আবদুর রউফ, এডভোকেট নাভানা আক্তার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031