জাতিসংঘের অধীন পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে জনবল নিয়োগে দেবে । কক্সবাজার প্রকল্পে লোকবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম পলিসি অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অ্যাগ্রিকালচারে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গ্লোবাল ফুড সিকিউরিটি ক্লাস্টার ট্রেনিং সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে মানবাধিকার সংস্থায় চার বছর ব্যবস্থাপনাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ দক্ষ, রিফিউজি ক্রাইসিস–সংক্রান্ত কাজের অভিজ্ঞতা, উন্নয়নমূলক প্রোগ্রামের অভিজ্ঞতা, ফান্ড রাইজিং কাজে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজার ও রোহিঙ্গাদের ভাষা জানা থাকলে ভালো।
কাজের ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসে ৩,১৪,১৫২ টাকা
আগ্রহী প্রার্থীদের ডব্লিউএফপির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০২২।