২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে । গ্রেপ্তার যাত্রীর নাম শফিকুল ইসলাম। তাকে গতকাল বুধবার সন্ধ্যায় সোনার বারসহ গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাহরাইন থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালালে নামেন শফিকুল ইসলাম। তার লাগেজ স্ক্যান করার সময় চার্জার ফ্যানের ভেতরে লুকানো স্বর্ণ বারের অস্তিত্ব ধরা পড়ে।
কাস্টম হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শফিকুল ইসলাম নামের ওই যাত্রী একটি রিচার্জেবল ফ্যানের ভেতরে করে ২০টি স্বর্ণ বার বহন করছিলেন; তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বর্ণ বারগুলোর ওজন ২ কেজি ৩০০ গ্রাম; বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দাবি করেন, তার পরিচিত এক ব্যক্তি তাকে চার্জার ফ্যানটি দেশে নিয়ে আসার জন্য দিয়েছিলেন।