ঢাকা : বুধবার বিকাল পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা এলাকায় দুর্ঘটনা ঘটে। জেলার আড়াইহাজার উপজেলায় একটি প্রাইভেটকার খাদে পড়ে চালকসহ চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নরসিংদীর মাধবদি ভগিরাথপুর এলাকার এম এম গ্রুপের মালিক মোমেন মোল্লার ছেলে আশিকুর রহমান পাভেল, আবদুল বাতেনের ছেলে তুষার, রশিদ মেম্বারের ছেলে লিমন ও মাসুম মিয়ার ছেলে অভি। চারজনই ওই এলাকাতে কাপড়ের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, বিকালে পুরিন্দা এলাকায় একটি শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার শিশুটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী অভি নিহত হয়। আহত হয় অন্য তিনজন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি টেনে তোলা হয়েছে।