ইসরায়েলের নিরাপত্তা বাহিনী দখলকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল–আকসা মসজিদে অভিযান চালিয়েছে । এ সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে আজ শুক্রবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।

আল-আকসা মসজিদ কমিটি জানিয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েলি পুলিশ জোর করে মসজিদের ভেতরে ঢোকে। সেসময় ফজর নামাজে অংশ নিতে হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। তখন ফিলিস্তিনিদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে ফিলিস্তিনিরা। কাঁদানে গ্যাসের ধোঁয়া থেকে বাঁচতে উপস্থিত অন্য মুসল্লিরা মসজিদের ভেতরে আশ্রয় নেন।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। আহতদের মধ্যে অনেকে এখনো মসজিদ প্রাঙ্গণে আটকে রয়েছেন।

তবে ইসরায়েলি পুলিশের দাবি, পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে পাথর ছুড়ছিল একদল মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে তারা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031