ঢাকা : বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির ঘটনায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে । রয়টার্সের বরাত দিয়ে বিবিসি বাংলা মঙ্গলবার সন্ধ্যায় এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, চুরি হওয়া আট কোটি ১০ লাখ ডলার উদ্ধারে ফেডারেল রিজার্ভ এবং সুইফট মানি ট্রান্সফার সিস্টেমের বিরুদ্ধে মামলা না করে তাদের সাহায্য চাইবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশের ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহাকে উদ্ধৃত করে রয়টার্সের খবরটি প্রকাশ করেছে বিবিসি।

এ সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে তা ওই মুখপাত্র ব্যাখ্যা করেননি বলে খবরে বলা হয়।

রয়টার্স বলছে, নিউ ইয়র্ক ফেড এবং সুইফটের ভুলের ফলে বাংলাদেশ ব্যাংক হুমকির মুখে পড়েছে, এ যুক্তি নিয়ে বাংলাদেশ ব্যাংক মামলা করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত মঙ্গলবার এমন এক সময় এলো যখন বাংলাদেশের কর্মকর্তারা নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ এবং সু্ইফটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করছেন।

গত ফেব্রুয়ারি মাসে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা ভুয়া ট্রান্সফার ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডালের রিজার্ভ থেকে সুইফটের মাধ্যমে ওই অর্থ হাতিয়ে নেয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়।

এর আগে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় সেখানকার রিজাল ব্যাংককে দুই কোটি ১০ লাখ ডলার জরিমানা করে।

বার্তা সংস্থা রয়টার্স ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিকে উদ্ধৃত করে বলেছে, এটিই তাদের সবচেয়ে বড় ধরনের জরিমানার ঘটনা।

অন্যদিকে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) বলেছে, তারা এক বছর সময়সীমার মধ্যেই জরিমানার টাকা পরিশোধ করবে।

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের জমা করা আট কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় জড়িতরা রিজাল ব্যাংককেই চ্যানেল হিসেবে ব্যবহার করেছিল।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031