ঢাকা : আজ মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া বিদেশে বারবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। আমি দেখা করিনি। কারণ একজন খুনির চেহারা আমি দেখতে চাইনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৮০ সালের ১৭ মে দেশে আসার পর আমাকে ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেয়নি, রাস্তায় বসে মিলাদ পড়েছিলাম। যতদিন জিয়া রাষ্ট্রপতি ছিল, আমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি। বিনিময়ে বাড়ি-গাড়িসহ অনেক কিছু দিতে চেয়েছে, আমি নেইনি। তিনি বলেন, জিয়া বিদেশে (ভারত ও যুক্তরাজ্যে) বারবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। আমি দেখা করিনি। কারণ একজন খুনির চেহারা আমি দেখতে চাইনি।
শোক দিবসে জন্মদিন পালন না করার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তার জন্মদিন ১৫ আগস্ট নয়। শুধু আমাদের আঘাত দেয়ার জন্য কেক কেটে জন্মদিন পালন করেন।গতকাল সেটা পালন করেননি। অনেকে এর মধ্যে রাজনৈতিক উদারতা দেখার চেষ্টার করেছেন। আমি তো জানি মূল কারণ। তিনি বলেন, ১২ আগস্ট কোকোর জন্মদিন, সেদিন কোকোর জন্মদিন পালন করতে পারবে না, বলে নিজের জন্মদিন পালন করেনি। তাছাড়া এটা তো তার জন্মদিন নয়। এখানে কোনো রাজনৈতিক উদারতা নেই।