সকাল সাড়ে নয়টায় মাঝির কান্দা চালনাই নামক স্থানে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছে ঢাকা নবাবগঞ্জ দোহার আঞ্চলিক মহাসড়কের ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালু বোঝাই ট্রাক ঢাকা মেট্রো টি ২০-৩৯১৩ গাড়ীটি পিছন দিক থেকে ধাক্কা দিলে ভ্যানচালক শাহ আলম রাস্তায় পড়ে যান। এই অবস্থায় ট্রাক ড্রাইভার পালানোর সময় ভ্যানচালকের উপর দিয়ে গাড়ি চালানোর সময় ঘটনা স্থলেই ভ্যানচালক দুর্ঘটনা স্থলেই মারা যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহালের জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে যায়।
অপরদিকে নবাবগঞ্জ বান্দুরা সড়কের তালতলা নামক স্থানে রাতে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার নয়ন ( ২৫) নামে একজন নিহত হয়েছে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক অজিত কুমার এ তথ্য নিশ্চিত করেন।