গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে করোনায় । এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫২৪ জনে। নতুন শনাক্তের ৫১ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৯০৫২জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন। দৈনিক শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশে পৌঁছেছে।
যা আগের দিন এই সংখ্যা ছিল ২৫ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় ৬২৮২ জন এবং এখন পর্যন্ত ১৫লাখ ৮৭ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৬৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৯হাজার ৭২৬ টি নমুনা সংগ্রহ এবং ৩৯ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৬লাখ ৫২ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শূন্য ৪ শতাংশ
এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।।