ঢাকা : আগে চলমান রিওতে ১০০ মিটারে হ্যাটট্রিক স্বর্ণ জিতেছেন বোল্ট। এবার ২০০ মিটারে স্বর্ণপদক জেতার হাতছানি তাঁর। রিও অলিম্পিকে ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টের হিটে ব্যক্তিগতভাবে প্রথম আর যৌথভাবে ১৬তম হয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ফলে এই ইভেন্টের সেমিতে পা রাখলো এই জ্যামাইকান।
এদিন হিট-৯ এ ট্রাকে নামেন বোল্ট। ২০মিনিট ২৮সেকেন্ড সময় খরচায় এই খেতাব অর্জন করেছেন তিনি।
এই ইভেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায়। আর ফাইনাল শুক্রবার ৭টায়।
এদিকে চলমান রিও অলিম্পিকে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন এই জ্যামাইকান। সেই লক্ষ্য পূরণে রিওর ট্র্যাকে ঝড় তুলতে প্রস্তুত বোল্টও। ‘আমি আরও জিততে চাই। জেতার জন্যই ট্র্যাকে নামবো।’
উল্লেখ্য, বোল্টের ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। যার মধ্যে ২০০৮-২০০৯ মৌসুমের আইএএএফ বছরের সেরা বিশ্ব অ্যাথলেট নির্বাচিত হন বোল্ট। ২০১০ সালে লরিয়াস বছরের সেরা বিশ্ব খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।