ঢাকা : তরিকত নেতা কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে ট্রলি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীর মাওলানা আল্লামা সদরুল আমিন আহম্মেদ রেজভী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন তাঁর আরও সাত সফরসঙ্গী। মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ নতুন জেলা কারাগারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশরফ হোসেন খবরটি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এরই মধ্যে নিহতের আত্মীয়দের এ ব্যাপারে জানানো হয়েছে।’
আহত সাত সফরসঙ্গী হলেন- ডা. মোস্তফা (৩৪), আবুবাক্কার রেজবী জীবন (৪০), বোরহান উদ্দিন (৪০), রবিউল হক (২৩), বিল্লাল হোসেন (২০), কামাল উদ্দিন (৩৩), কামরুল হাসান (২৩)। তাদের সকলের বাড়ি নেত্রকোণা সদরে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নেত্রকোনা জেলা সদর উপজেলার শতশ্রী রিজভী দরবার শরীফের গদীনশীন পীর সদরুল আমিন কুমিল্লায় মুরিদদের সঙ্গে সময় কাটিয়ে মাইক্রোবাসযোগে নেত্রকোনায় নিজ বাড়ি ফিরছিলেন। জেলার নতুন কারাগারের কাছে মাইক্রোবাসটি পৌঁছা মাতই বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তরিকত নেতার মৃত্যু হয়।