ঢাকা : বিদ্যুৎ উৎপাদন করার জন্য জার্মানের অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান অডি নতুন ধরনের সাশপেনশন তৈরি করেছে। এই সাসপেনশন গাড়িতে লাগিয়ে ভাঙ্গাচোরা সড়কে গাড়ি চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
এই সাসপেনশন উৎপাদনের জন্য দীর্ঘদিন ধরে অডি গবেষণা করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভাঙ্গাচোরা এবড়োখেবড়ো সড়কে গাড়ির গতি কমে যায়। কিন্তু ইঞ্জিন ঠিকই বেশি পরিমানে শক্তি খরচ করে। তাই গবেষকরা এসব সড়কে গাড়ির চাকা থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য নতুন প্রযুক্তির সাসপেনশন উদ্ভাবন করেছেন।
এই প্রযুক্তিতে বলা হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং। এই প্রযুক্তির সহায়তায় ভাঙ্গাচোরা সড়কে সাসপেনশনের ঘর্ষণে বিদ্যুৎ উৎপাদিত হবে। এই বিদ্যুৎ গাড়িটি পরিচালনার জন্য শক্তি জোগাবে।
অডির বিজ্ঞানীরা গাড়ির চাকা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রোটোটাইপ শক অ্যাবসর্ভার তৈরি করেছেন। এটাকে বলা হচ্ছে ইআরওটি। এই ইআরওটি সনাতন গাড়ির শক অ্যাবসর্ভারের পরিবর্তে ব্যবহৃত হবে। এই বিদ্যুৎ গাড়ির ৪৮ ভোল্টের ব্যাটারিতে বিদ্যুৎ সরবরাহ করবে।