ঢাকা : তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে রাজধানীর শেরেবাংলা নগরে । এ ঘটনায় প্রতিবেশী এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গনেস গোপাল বিশ্বাস বলেন, প্রতিবেশী যুবক ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ পেয়েছেন তারা।
ভিকটিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, সোমবার রাতে শিশুটির বাবা ঘুমিয়ে পড়ে। এরপর মেয়েটি তার নিজের কক্ষে ঘুমাতে যায়। এসময় মেয়েটির চিৎকারে তার বাবার ঘুম ভেঙে যায়। পরে লিটন দৌঁড়ে পালানোর সময় তাকে ধরে থানায় নিয়ে আসেন মেয়েটির বাবা। বর্তমানে ওই যুবক শেরেবাংলানগর থানায় আটক রয়েছেন।