আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসিনা বেগম নৌকা প্রতীকে মাত্র ৯৩ ভোট পেয়েছেন নীলফামারীর সৈয়দপুরে খাতামধুপুর ইউপি নির্বাচনে । ওই ইউপির ৯টি কেন্দ্র মিলিয়ে তিনি এই ভোট পান। এতে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এটি জেলায় নৌকা প্রতীক নিয়ে সর্বনিম্ন ভোটের রেকর্ড। এমনকি হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ কাশেম আলীও তার চেয়ে বেশি ভোট পেয়েছেন। কাশেম আলী যেখানে ২২৬ ভোট পেয়েছেন সেখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ৯৩টি।
এ ইউনিয়নে চেয়ারম্যানপদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ইউনিয়নে ১৭ হাজার ৪৯৬ ভোটের মধ্যে ১৫ হাজার ১২০ ভোট কাস্ট হয়। যার মধ্যে ৩৪২টি ভোট বাতিল হয়েছে। এতে নৌকার প্রার্থী শুন্য দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
ইউনিয়নটিতে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী মাসুদ রানা বাবু মটরসাইকেল প্রতীক নিয়ে ৭ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জুয়েল চৌধুরী আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ৯৭৮টি। অপর স্বতন্ত্র প্রার্থী মাহাফুজ রাজা টেলিফোন প্রতীক নিয়ে ৭৬টি ভোট পেয়েছেন।
এদিকে নৌকার এমন বিপর্যয়ে ইউনিয়নটিতে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। খোদ দলের নেতাকর্মীরাও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।