চট্টগ্রাম : ইসলামপুরে দু’জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে কক্সবাজার সদরের। কৈলাসের ঘোনা কবরস্থানের গাছে ইব্রাহীম (২৩) নামে স্থানীয় এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। রবিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে লাশটি দেখেন স্থানীয়রা। তবে এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তা এখনো কেউই নিশ্চিত নয়। নিহত ইব্রাহীম উত্তর নাপিতখালীর নুরুল আলমের পুত্র। স্থানীয় মেম্বার নুরুল আলম জানান, পিতার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। গতকাল ১৫ আগস্ট বিকাল ৩টায় তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়।
এদিকে বর্ণিত ইউনিয়নের পশ্চিম বামনকাটার মৃত আবদুল গফুরের পুত্র সরওয়ার (২২) বিষপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় মেম্বার নাছির উদ্দীন জানান, ১২ আগস্ট সে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেছিল। এরপর তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট রাত ৩টায় তার মৃত্যু হয়। সোমবার বিকেলে নামাজে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।