চট্টগ্রাম : কোস্টগার্ড বঙ্গোপসাগরের সীতাকুণ্ডের ভাটিয়ারী উপকূলে অভিযান চালিয়ে ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে । এর বাজার মূল্য অনুমানিক ৩২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ডের জোনাল ম্যানেজার লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক। গতকাল সোমবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক আজাদীকে বলেন, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মায়ানমার হতে ইয়াবা ভর্তি একটি বোট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের অদূরে গভীর সমুদ্রে ইয়াবা খালাসের জন্য অপেক্ষমাণ রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী হতে অপর একটি বোট ইয়াবা খালাস করবে। খবর পেয়ে সিজি বেইজ চট্টগ্রাম হতে লেঃ ডিকসন চৌধুরী ও সাঃ লেঃ হাশেমের নেতৃত্বে দুটি বিশেষ দল উক্ত বোট দুটিকে আটকের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এরপর রাত আনুমানিক ৪টায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়ার সত্ত্বেও না থামলে সন্দেহ আরো ঘনীভূত হয়। এক পর্যায়ে সন্দেহভাজন বোটটি উপায়ন্তর না দেখে ইয়াবার বস্তাগুলো সুকৌশলে সাগর তীরবর্তী পানিতে ভাসমান জালের সাথে বেঁধে ফেলে দেয় এবং কুমিরা ঘাটের নিকটস্থ সাগর তীর দিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে সাগরে তল্লাশি চালিয়ে চার বস্তা ইয়াবা জব্দ করা হয়। বস্তাগুলো কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে এনে সর্বমোট ৬ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩২ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, ইয়াবগুলো কুমিরা ঘাট দিয়ে দেশের অন্যত্র পরিবহনের নিমিত্তে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।